বাক্‌ ১১৫ ।। সুকৃতি



আলাদা একটা লোক

সবাই যখন বাহবা কুড়িয়ে নিচ্ছে সব
তখন আমি হাতকাটা জগন্নাথ কিংবা
দিলীপের মত ঘুরিফিরি সবার ভেতরে...

বুক পকেট থেকে বুক পকেটে
                             বদলে যাচ্ছে পেন...
আমি দেখছি অথচ ঠেকাচ্ছি না;

কব্জির আড়ালে যারা ঘুরছে পতাকা নিয়ে
যাকে তাকে গেঁথে দেবে, তোমাকে পেলেও নিরালায়
বুনে নেবে প্রতিটা হিসাব ঠকানোর
ভালবাসার আড়ালে পিছল ইচ্ছার
বাস্না কই ছিল না তোমারও ?

তুমিই লাগিয়েছিলে ভুল
                   ভুল জায়গায় লাগিয়েছ
তবে কেন দোষারোপ করছ বৃক্ষকে
রোদ না পড়ায় জানলায়।

কিন্তু আমি বৃক্ষ নই জেনো

যে আমায় ‘বানচোদ’ বলে খিস্তি দেবে
আমি তাকে ভাগ্নে বলব। 

                                        (চিত্রঋণ : Heinrich Hoerle)


1 comment:

  1. ভালবাসার আড়ালে পিছলে ইচ্ছার
    বাসনা কি ছিলনা তোমারও? ,,,

    ReplyDelete