বাক্‌ ১১৫ ।। মাহমুদ নোমান




তাড়া

বরইফুল,বরইফুল, ফুটি ফুটি
কামার্ত নদী খুব শান্ত
নূপুরের ঝনাৎ ঝনাৎ -
সিনার কেশে বাউলা মেঘে
পাঁচ আঙ্গুলের পাঁচ দুপুরে
ফড়িঙ ডানায় উড়োউড়ি
ঝোপের মধ্যে
মদনীর জন্য
একা একা, খুব কেঁদেছি...


বরষায় রিক্সাবন্দী যুগল

তোমার চুল দেখতে দেখতে
সন্ধ্যা নেমে এলো
রিকসায় তলিয়ে গিয়ে
মাছ হয়ে যাই
কানকো দিয়ে বুকের ওম খুঁজি
হাত পা ছোঁড়াছুঁড়ি করছি
সাঁতরে পার হতে চাই
ঢেউয়ের ফেনাঅলা সমুদ্র

                                      (চিত্রঋণ : Nadia Osi)

5 comments:

  1. শিরোনাম এর মেসেজিং ঘ্রাণ মোহনীয় লেগেছে- একচ্ছত্র প্রকাশ! কবি কেনো যে বাক এ মাতোয়ারা হলেন তার ব্যাখার দায় কবি'র উপর থাকুক তবে আমি বুঝলাম যে আর্তির অন্যমাত্ত্রিক প্রকাশ হয়তো-বা!
    রুপক এর যোজন এর সূত্র ভালো লেগেছি, যেমন " রিকসায় তলিয়ে গিয়ে
    মাছ হয়ে যাই
    " আর সমাপ্তিকালের অংশ " সাঁতরে পার হতে চাই
    ঢেউয়ের ফেনাঅলা সমুদ্র"বস্তব কিংবা অতি বাস্তবতার সাথে বিপরীত কিন্তু কাব্যগত গুণে কবির ইচ্ছার বহ্নি হয়তো এভাবেই জ্বলে- পুড়ে ছাই হয়।
    চাটগাঁ এর শব্দগুলো হয়তো আর জঠরে মরে যাবে না এবার হয়তো ভুমিষ্ট হবেই। আরো ফলবান হউক বাক।

    ReplyDelete
    Replies
    1. আমি ধন্য,আপনি ফেইসবুকের বন্ধুলিস্টে যুক্ত হবেন আশা রাখি...

      Delete