বাক্‌ ১১৫ ।। কচি রেজা




কাচগাছ


মাঝে মাঝে কাচগাছ দেখি ! অল্প অল্প হরিণ ,অসাধারণ আপেল   
ওইযে দেখা যাচ্ছে গ্রাম পঞ্চায়েত, মাথায় গাধার টুপি পাশে   
কুমারী! আমি আক্রান্ত হয়েছিলাম বিরহে, অনেক আগে !   
তখন পিঠের রঙ উজ্জ্বল হলুদ!


ক্রোধ
আমারও শুকনো পাতাহবার কথা, তেমনি ক্রদ্ধ! কে যে
আত্নবিনাশী অক্ষরে  লিখেছে হরণ আর বালু পৃষ্ঠা থেকে
ঝরে যাচ্ছে কাঁধ!  কাঁধও পরিশ্রান্ত  
 নিথর হচ্ছে তোমার তামাটে চুমুতে !


গর্ভপাত

দগ্ধ পুস্তকের পৃষ্ঠায় কি দেখছ বিস্মিত ঝিনুক?    

রোদের দিকে চেয়ে যতক্ষণ না ম্লান বিকেল
আসে পায়ের কাছে, আমিও দেখি---- 
 শ্লথ হতে হতে বিকেলকেও  সন্ধ্যার অন্ধকারে  হারাতে

   
জেনেছি মৃত্যুর পরে শুধুই সূর্যাস্ত
গর্ভপাত ভেঙে নিজেকে বানাচ্ছি ঘষে ঘষে !   


                                                                   (চিত্রঋণ : Otto Müller)

No comments:

Post a Comment