বাক্‌ ১১৫ ।। বাঁকা শব্দের কারাগার ।। ফারজানা মণি




কালির গন্ধে নুনভাত
দি
 
   
অনুচর হয়ে গেছে বাঁকা নাকফুল
রোগকবিতায় লাইনার
আলপিন। ঘেটে নিচ্ছে
পৌরুষ আয়ু। (মুক্তি খুঁজে নিলে
এক হাত জল।
বীর্য = ইন
                    জেকশন।
সিঁদুর খেলছে
            নোটবইয়ে রঙিন মলাট)

সোনালি টেবিলে আগাছা জন্মায়
ছেঁড়া পাতার গান।

কেউ কেউ। বৈঠা নিয়ে
           শ্যাওলা (নীল) পাড়ি দেয়।
দূরত্ব ------------------ লাল বল


                                      (চিত্রঋণ : Frida Kahlo)

9 comments:

  1. Replies
    1. ধন্যবাদ এবং ভালোবাসা রথীন

      Delete
  2. This comment has been removed by the author.

    ReplyDelete
  3. অনবদ্য ও অসাধারণ।

    ReplyDelete
    Replies
    1. ভালোবাসা শুদ্ধ

      Delete
  4. Replies
    1. ধন্যবাদ দাদা

      Delete
    2. ধন্যবাদ দাদা

      Delete
  5. নতুন প্রোডাক্ট!!

    ReplyDelete